Best Gadgets 2020

Best Gadgets 2020

Best Gadgets 2020

বর্ষসেরা গ্যাজেট ‘ওয়েবক্যাম’ (Prothom Alo: 31 December-2020)

বর্ষসেরা গ্যাজেট বলা যেতে পারে ওয়েবক্যামকে। এ বছর অত্যাধুনিক ম্যাকবুক থেকে শুরু করে ব্যাপক সুবিধার ডিএসএলআর পর্যন্ত বাজারে এসেছে। কিন্তু ২০২০ সালের করোনা পরিস্থিতি বিবেচনায় কোনো গ্যাজেটই ওয়েবক্যামের মতো প্রভাব ফেলতে পারেনি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের চোখে এ বছরের সেরা গ্যাজেট তাই ওয়েবক্যাম।

দ্য ভার্জ লিখেছে, টাইম ম্যাগাজিন যখন কাউকে বর্ষসেরা ব্যক্তি হিসেবে নির্বাচিত করে, তখন সারা বছর ধরে বিশ্বে তাঁর প্রভাব বিবেচনা করা হয়। ভার্জের পক্ষ থেকে বর্ষসেরা গ্যাজেটের পুরস্কার দেওয়া না হলেও টাইমের বিবেচনাতেই ওয়েবক্যামকে বছরের সেরা গ্যাজেট বলা যেতে পারে। এ বছর মানুষের শোবার ঘরকে অফিসকক্ষে রূপান্তর করেছে ওয়েবক্যাম। লাখো মানুষ ওয়েবক্যাম ব্যবহার করেই ঘরে বসে অফিসের কাজ করেছেন। মহামারির এ সময়ে মানুষের জন্য স্বস্তি নিয়ে এসেছে প্রযুক্তি।

তবে এ বছর ওয়েবক্যাম সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা তৈরি হওয়ার কথা। ল্যাপটপে যেসব বিল্ট–ইন ওয়েবক্যাম যুক্ত করা থাকে, তাতে অনেকেই অনলাইন মিটিংয়ে আশানুরূপ ফল পাননি। উদাহরণ হিসেবে নতুন ম্যাকবুক এয়ারের কথাই বলা যায়। অ্যাপলের ডিভাইসটিতে অন্যান্য ফিচারের মান ভালো হলেও এতে এখনো ৭২০ পিক্সেলের ওয়েবক্যামই রয়ে গেছে। অ্যাপল অবশ্য সফটওয়্যার কৌশল ব্যবহার করে ছবির মান কিছুটা ভালো করার দাবি করে থাকে, তবে হার্ডওয়্যারে সীমাবদ্ধতার কারণে পার্থক্য সামান্যই দেখা যায়।

ওয়েবক্যামে কেন উন্নত হার্ডওয়্যার যুক্ত করা যায় না? এর উত্তর হচ্ছে, ল্যাপটপে উন্নত ওয়েবক্যাম হার্ডওয়্যার যুক্ত করার কাজটি জটিল। ল্যাপটপের চেয়ে অবশ্য ট্যাবে ভালো ওয়েবক্যাম পাওয়া যায়। কারণ, এতে ল্যাপটপের চেয়ে বড় আকারের ক্যামেরা মডিউল বসানোর সুযোগ থাকে।

করোনা পরিস্থিতি ওয়েবক্যামের গুরুত্ব দেখিয়ে দিয়েছে। ল্যাপটপ নির্মাতা শিগগিরই হয়তো উন্নত মানের ছবির জন্য ল্যাপটপ ওয়েবক্যাম উন্নত করতে কাজ শুরু করবে। আগামী বছরে হয়তো ল্যাপটপ ওয়েব ক্যামেরায় নতুন উদ্ভাবন দেখা যাবে। তা না ঘটা পর্যন্ত অবশ্য ভিডিও কলে নিজেকে ভালো দেখতে হলে মানুষকে বিকল্প খুঁজতেই হবে।

গত মার্চ ও এপ্রিল মাসে এক্সটার্নাল ওয়েব ক্যামের চাহিদা বাড়তে দেখা যায়। অনেকেই অনলাইন স্টোরগুলোতে এ ধরনের ক্যামেরা খুঁজেছেন। এ ধরনের ক্যামেরার দামও বেড়ে গিয়েছিল। দ্য ভার্জকে প্রযুক্তিপণ্য নির্মাতা লজিটেক বলেছে, তারা চাহিদা মেটাতে উৎপাদন বাড়িয়েছে। তবে এ সময় গ্রে মার্কেটের পণ্য বিক্রিও বেড়েছে। নতুন বছরে আরও বেশি ভিডিও কনফারেন্সিং পণ্যের দেখা মিলতে পারে বলে আশা করা যাচ্ছে।