International GK
Nobel Prizes 2020
The Nobel Prize in Physics 2020
*Roger Penrose (“for the discovery that black hole formation is a robust prediction of the general theory of relativity”)
তিনি ২০২০ সালে কৃষ্ণ গহ্বর নিয়ে তার যুগান্তরকারী আবিষ্কারের জন্য রাইনহার্ড গেনৎসেল ও আন্ড্রেয়া গেজ-এর সাথে যৌথভাবে পদার্থে নোবেল পুরস্কার লাভ করেন।
*Reinhard Genzel(“for the discovery of a supermassive compact object at the centre of our galaxy”)
তিনি ২০২০ সালে রজার পেনরোজ ও আন্ড্রেয়া গেজসহ যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার লাভ করেন। নোবেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের ভবিষ্যদ্বাণী বলিষ্ঠকরণে কৃষ্ণগহ্বর আবিষ্কারের জন্য রজার পেনরোজকে|
*Andrea Ghez (“for the discovery of a supermassive compact object at the centre of our galaxy”)
“আমাদের ছায়াপথের কেন্দ্রে একটি অতিবৃহদায়তনের আঁটসাঁট বস্তু আবিষ্কারের জন্য” ২০২০ সালে তিনি রেইনহার্ড গেনজেলের সাথে পুরষ্কারের অর্ধেক অংশ ভাগাভাগি করে পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কারে ভূষিত হন।[৩][৪][৫] বাকি অর্ধেক রজার পেনরোজকে দেওয়া হয়।[৪] আন্ড্রেয়া মিয়া হলেন পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার অর্জনকারী চতুর্থ মহিলা।[৪]