General Knowledge

MCQ 1000!

MCQ 1000!

ওপেক (OPEC)-এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?

Ans: ১৩টি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের প্রেসিডেন্ট কে?

Ans: মর্গেন্স লিক্কেটফট (ডেনমার্ক)

বিশ্বের সর্ববৃহৎ তামাখনি কোনটি এবং কোথায় অবস্থিত?

Ans: Escondida, Chile

২০১৬ সালের ICT উন্নয়ন সূচকে সর্বনীম্ন দেশ কোনটি?

Ans: শাদ

রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW)- এর বর্তমান (২০১৫) সদস্য দেশ কতটি?

Ans: ১৯২ টি

টেকসই উন্নয়ন লক্ষ্য কত বছর মেয়াদি?

Ans: ১৫ বছর

সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)-এর রাষ্ট্রপ্রধানদের ১৫তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

Ans: ৯-১০ জুলাই ২০১৫

২০১৬ সালের সুখী দেশের তালিকায় সবচেয়ে অসুখী দেশ কোনটি?

Ans: শাদ

Interpol-এর বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?

  1. Ans: ১৯২টি

শ্রীলঙ্কার কততম প্রেসিডেন্ট হিসাবে মাইথ্রিপালা সিরিসেনা শপথ নেন?

Ans: সপ্তম

বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO)-এর বর্তমান ২০১৬ সদস্য দেশ কতটি?

Ans: ১৫৬টি

২০১৭ সালের ফিফা’র বর্ষসেরা নারী ফুটবলার কে?

Ans: Lieke Martens, Netherlands

বর্তমানে (২০১৫) চলতি মূল্যে জিডিপি’র ভিত্তিতে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান কততম?

Ans: ৪৪তম

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর তথ্য মতে, জ্বালানি নিরাপত্তা সূচকে বাংলাদেশ কততম?

Ans: ১০৬তম

সবচেয়ে বেশি সময় মহাশূন্যে কাটানো নভোচারী কত সময় মহাশূন্যে অবস্থান করে?

Ans: ৮৭৯ দিন

MICR এর পূর্ণরূপ হলো–

Ans: Magnetic Ink Character Recognition

নেপালের বর্তমান (২০১৭) প্রধানমন্ত্রী কে?

Ans: শের বাহাদুর দেউবা

ফোকাস ইকোনমিক্স আউটলুক ২০১৬ অনুযায়ী ভুট্টা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

Ans: যুক্তরাষ্ট্র

কম্পিউটার প্রোগ্রামে, একই কাজ নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে বলে–

Ans: লুপিং

২০১৭ সালে ২৫তম APEC শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

Ans: দা নং, ভিয়েতনাম

About the author

shohal

Leave a Comment