Interview

GK ICT Bangla

GK ICT Bangla

১0. পৃথিবীর প্রথম web browser-এর নাম কী?

  • World Wide Web. এটি Sir Tim Berners-Lee ১৯৯০ সালে তৈরি করেন।

২0. ABC Computer-এর পূর্ণরূপ কী?

  • Atanasoff-Berry Computer

৩0. সকল basic websites-এর building block বলা হয় কাকে?

  • HTML (Hyper Text Markup Language)-কে। এছাড়াও web page-এর জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ markup language.

৪0. তিনটি প্রধান HTTP message type-এর নাম বলুন।

  • GET, POST এবং HEAD.

৫0. পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় web server কোনটি?

  • Apache.

৬0. ফেসবুক কত তারিখে চালু হয়?

  • ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি। মার্ক জাকারবার্গ Harvard University-তে পড়ার সময় মূলত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের জন্য এটি চালু করলেও পরবর্তীতে এটি সারা বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে উন্মুক্ত করে দেওয়া হয়।

৭0. বাংলাদেশে আনা প্রথম conventional computer কোনটি?

  • IBM-1620.

৮0. কোন আমেরিকান কম্পিউটার কোম্পানিকে Big Blue বলা হয়?

  • IBM.

৯0. MIPS-এর পূর্ণরূপ কী?

  • Million Instructions Per Second. বিভিন্ন কম্পিউটার সিস্টেম-এর মধ্যে processing speed তুলনা করতে এই term-টি ব্যবহার করা হয়।

১০0. কে microprocessor আবিষ্কার করেন?

  • Marcian Edward Hoff. এনাকে আমরা সবাই Ted Hoff নামে চিনি।

১১0. Bill Gates-এর প্রথম কম্পিউটার প্রোগ্রাম কী ছিল?

  • MS DOS.

১২0. পৃথিবীর প্রথম electronic computer কোনটি?

  • ENIAC (Electronic Numerical Integrator and Calculator). এটি ১৯৪৬ সালে John Eckert এবং John Mauchy তৈরি করেন। এই কম্পিউটারটি ছিল দৈর্ঘ্যে ৩০-৫০ ফুট, ওজন ছিল ৩০টন। এতে ১৮,০০০টি বায়ুশূন্য টিউব ছিল এবং এই কম্পিউটারটি চালাতে ১,৫০,০০০ ওয়াট বিদ্যুতের প্রয়োজন হতো।

১৩0. কে উচ্চ স্তরের ভাষা ‘C’ আবিষ্কার করেন?

  • Dennis M. Ritchie.

১৪0. যারা কম্পিউটার প্রোগ্রাম ডিজাইন করেন, কম্পিউটার operate এবং computer equipment-গুলোর তত্ত্বাবধান করেন তাদের কী বলা হয়?

  • Peopleware বা liveware বা humanware.

১৫0. SSL কী?

  • আমরা যখন credit card-এর মাধ্যমে ব্যাংক থেকে টাকা তুলি তখন internet-এ credit card সম্পর্কিত যে ডাটা sent হয় তার নিরাপত্তা বিধানে SSL (Secure Sockets Layer) প্রযুক্তি ব্যবহার করা হয়।

১৬0. পৃথিবীর প্রথম email-টি কে করেন এবং কত সালে?

  • Ray Tomlinson, ১৯৭১ সালে।

১৭0. Email পাঠাতে এবং open করতে কোন protocol ব্যবহার করা হয়?

  • Email পাঠাতে SMTP (Simple Mail Transfer Protocol) এবং open করতে POP (Post Office Protocol) ব্যবহার করা হয়।

১৮0. Apple Computer-এর প্রথম লোগো কী ছিল?

  • আমরা বর্তমানে Apple Computer-এর লোগো হিসেবে যে আপেলের লোগোটি দেখতে পাই সেটি কিন্তু Apple Computer-এর প্রথম logo ছিল না। Apple Computer Company’র প্রথম লোগোটি ছিল স্যার আইজ্যাক নিউটন একটি আপেল গাছের নিচে বসে আছেন। ১৯৭৬ সালে এই লোগোটি পরিবর্তন করে আপেলের লোগোটি (যেটি আমরা এখন দেখতে পাই) সংযোজন করা হয়।

১৯0. কে প্রথম মাউস আবিষ্কার করেন?

  • Douglas Engelbart ১৯৬৪ সালে।

২০0. Which country is the largest producer of natural Gas-Russia

২১0. European Union has—–member sates -28

২২0. The FIFA World cup Football 2026 will be hosted by-USA, Mexico, Canada

২৩0. Gatwick airport is located in-London

২৪0. Dublar Char is situated in- Sundarban

২৫0. Who is the current prime minister of Canada- Justin Trudeau

২৬0. Which country is completely surrounded by South Africa? Lesotho

২৭0. What is the Capital city of New-Zealand—Wellingt­on

২৮0. What is the name of the new multilateral development bank (MDB) initiated by China? -Asian Infrastructure Investment Bank

২৯0. In Bangladesh which organization is responsible for inspecting factories. DIFE ( DIFE: Department of Inspection for Factories and Establishments)

৩০0. Durand Line separates- Pakistan & Afghanistan

৩১0. In the USA how many electoral votes does a president need to win? 270

৩২0. What is the maximum money a candidate can spend for the election of Bangladesh? 25 Lac

৩৩0. The largest museum in the world? Louvre art museum

৩৪0. The most Populous city in the world is-Tokyo

৩৫0. The North Pole of the earth is located in -the Arctic Ocean

৩৬0. How many districts in Mymensingh Divison-4

৩৭0. What is SRO? Statutory Regulatory Order

৩৮0. Catalonia is the region of – Spain

৩৯0. Journalist Jamal Khashoggi was a citizen of- Saudi Arabia

বাংলা_সাহিত্য (আধুনিক যুগ) থেকে গুরুত্বপূর্ণ

MCQ –
৪০) বাংলা গীতি কবিতায় ‘ভোরের পাখি’ কে?
ক. বিহারীলাল চক্রবর্তী
খ. প্যারীচাঁদ মিত্র
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ক

৪১) ‘অশোক সৈয়দ’ কার ছদ্মনাম?
ক. আব্দুল মান্নান সৈয়দ
খ. সৈয়দ আজিজুল হক
গ. আবু সয়ীদ আইয়ুব
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ ক

৪২) ‘কালকুট’ ছদ্মনামে কে লিখতেন?
ক. বিহারীলাল চক্রবর্তী
খ. সমরেশ বসু
গ. প্রেমাঙ্কুর অতর্থী
ঘ. সত্যেন বসু
উত্তরঃ খ

৪৩) ‘দৃষ্টিহীন’ কার ছদ্মনাম?
ক. প্যারিচাঁদ মিত্র
খ. মধুসূদন দত্ত
গ. মধুসূদন মজুমদার
ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ গ

৪৪) জরাসন্ধ কার ছদ্মনাম?
ক. চারুচন্দ্র চক্রবর্তী
খ. সমরেশ বসু
গ. বিমল ঘোষ
ঘ. অচিন্ত্যকুমার সেনগুপ্ত
উত্তরঃ ক

৪৫) ছদ্মনামসহ মূল নাম কোনটি সঠিক?
ক. প্রমথ চৌধুরী-পরশুরাম
খ. রাজশেখর বসু-বীরবল
গ. সমরেশ বসু-কালকুট
ঘ. মীর মশাররফ হোসেন-কায়কোবাদ
উত্তরঃ গ

৪৬)কালীপ্রসন্ন সিংহের হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটি কোন ছদ্মনামে প্রকাশিত হয়েছিল?
ক. হুতোম প্যাঁচা
খ. প্যাঁচা
গ. কেপি সিংহ
ঘ. হুতোমী
উত্তরঃ ক

৪৭) ‘নীল লোহিত’ কার ছদ্মনাম?
ক. সমরেশ মজুমদার
খ. সুনীল গঙ্গোপাধ্যায়
গ. রাজ শেখর বসু
ঘ. সমর সেন
উত্তরঃ খ

৪৮) বাংলা সাহিত্যে ‘কিশোর কবি’ নামে পরিচিত কে?
ক. সুধীন্দ্রনাথ দত্ত
খ. আবদুল কাদির
গ. বিষ্ণু দে
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ ঘ

৪৯) ‘ভারতী’ পত্রিকার সম্পাদকের নাম কি?
ক. ঈশ্বরগুপ্ত
খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
ঘ. বঙ্কিমচন্দ্র
উত্তরঃ গ

৫০) বাংলাদেশ ভুখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?
ক. বরিশাল হিতৈষী
খ. সমাচার দর্পণ
গ. ঢাকা প্রকাশ
ঘ. রংপুর বার্তাবহ
উত্তরঃ ঘ

৫১) ঢাকার ‘মুসলিম সাহিত্য সমাজ’- এর মুখপাত্র ছিল কোন পত্রিকা?
ক. সওগাত
খ. মোহাম্মদী
গ. শিখা
ঘ. মুসলিম ভারত
উত্তরঃ গ

৫২) শেখ আবদুর রহিম কর্তৃক প্রকাশিত পত্রিকা নয়-
ক. মিহির
খ. হাফেজ
গ. সুধাকর
ঘ. কোহিনুর
উত্তরঃ ঘ

৫৩) ‘কল্লোল’ পত্রিকা কত সালে বন্ধ হয়ে যায়?
ক. ১৯২৩ সালে
খ. ১৯২৭ সালে
গ. ১৯২৯ সালে
ঘ. ১৯৩০ সালে
উত্তরঃ ঘ

৫৪) ‘দৈনিক নবযুগ’ পত্রিকার সম্পাদক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. মোজাম্মেল হক
ঘ. মাওলানা আকরাম খাঁ
উত্তরঃ খ

৫৫) ‘সবুজপত্র’ সম্পদনা করেন-
ক. সুধীন্দ্রনাথ দত্ত
খ. প্রমথ চৌধুরী
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ

৫৬) শনিবারের চিঠিতে কাকে কটাক্ষ করে ‘গাজী আব্বাস বিটকেল’ বলা হতো?
ক. মীর মশাররফ হোসেনকে
খ. মুহাম্মদ বরকতুল্লাহকে
গ. কাজী নজরুল ইসলামকে
ঘ. এস ওয়াজেদ আলীকে
উত্তরঃ গ

৫৭) সংবাদপত্রের স্বাধীনতা সঙ্কোচন করে কঠোর সেন্সর ব্যবস্থা প্রবর্তিত হয় কত সালে?
ক. ১৭৮০ সালে
খ. ১৭৯৯ সালে
গ. ১৮১৮ সালে
ঘ. ১৮২২ সালে
উত্তরঃ খ

৫৮) নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?
ক. মাহেনও
খ. সওগাত
গ. ধূমকেতু
ঘ. কালিকলম
উত্তরঃ গ

৫৯) বাংলা প্রথম সচিত্র মাসিক পত্রিকা কোনটি?
ক. বিবিধার্থ সংগ্রহ
খ. বঙ্গদর্শন
গ. ভারতী
ঘ. রহস্যসন্দর্ভ
উত্তরঃ ক

৬০) কোন পত্রিকাটি পূর্ববঙ্গ (বাংলাদেশ) থেকে প্রকাশিত হতো?
ক. কোহিনুর
খ. কল্লোল
গ. কালিকলম
ঘ. প্রচারক
উত্তরঃ ক

৬১) বাঙালি পরিচালিত প্রথম পত্রিকা কোনটি?
ক. বাঙ্গালা গেজেট
খ. বেঙ্গল গেজেট
গ. সংবাদ প্রভাকর
ঘ. সম্বাদ কৌমুদী
উত্তরঃ ক

৬২) ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. নবীনচন্দ্র সেন
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃখ

৬৩) ১৯৯৪ সালে যে প্রবন্ধাকার বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন-
ক. হুমায়ন আজাদ
খ. আহমদ রফিক
গ. ওয়াকিল আহমদ
ঘ. আবদুল মতিন খান
উত্তরঃ গ

৬৪) ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রকাশ করেছিলেন?
ক. রাজা রামমোহন রায়
খ. দীনবন্ধু মিত্র
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. কাঙ্গাল হরিণাথ
উত্তরঃ ঘ
®®রমজান®

৬৫) কাজী নজরুল ইসলাম সম্পাদিত ‘ধুমকেতু’ কতসালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯৩০
খ. ১৯২০
গ. ১৯২২
ঘ. ১৯৩২
উত্তরঃ গ

৬৬) ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?
ক. অরণি
খ. পরিচয়
গ. নবশক্তি
ঘ. ক্রান্তি
উত্তরঃ ঘ

৬৭) কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা-
ক. সওগাত
খ. কল্লোল
গ. মোহাম্মদী
ঘ. লাঙ্গল
উত্তরঃ ঘ

৬৮) কোন পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়েছিল ‘বঙ্গীয় মুসলমান ভ্রাতাগণ ঘোর আলস্য শয্যায় শায়িত হইয়া যেরূপ ভোগ বিলাসে জীবন অতিবাহিত করিতেছেন, তাহাতে অচিরে তাহারা যে একেবারে ধ্বংস সাগরে নিমজ্জিত হইবেন তদ্বিষয়ে কোন সন্দেহ নেই.’
ক. কোহিনুর
খ. হাফেজ
গ. মিহির
ঘ. মোসলেম ভারত
উত্তরঃ খ

৬৯) ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদকের নাম মানিক মিয়া হলেও প্রকৃত নাম-
ক. আনোয়ার হোসেন
খ. মঈনুল হোসেন
গ. তফাজ্জল হোসেন
ঘ. সিরাজউদ্দিন হোসেন
উত্তরঃ গ

৭০) ব্রাহ্মসমাজের মুখপাত্র হিসেবে খ্যাত ‘তত্ত্ববোধনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. অক্ষয়কুমার দত্ত
খ. রামমোহন রায়
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ক

৭১) বাংলা প্রথম দৈনিক পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. ক্লার্ক মার্শম্যান
খ. গঙ্গাকিশোর ভট্টাচার্য
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ. শ্রীরামপুর মিশনারীরা
উত্তরঃ গ

৭২) ড আনিসুজ্জামানের মতে মুসলমান সম্পাদিত সাময়িক পত্রিকার সংখ্যা কত?
ক. ৯০টি
খ. ১১০ টি
গ. ১৩০টি
ঘ. ১৪০টি
উত্তরঃ ঘ

৭৩) ‘মাসিক মোহাম্মদী’ কোন সালে প্রকাশিত হয়?
ক. ১৯২৬ সালে
খ. ১৯২৭ সালে
গ. ১৯২৮ সালে
ঘ. ১৯২৯ সালে
উত্তরঃ খ

৭৪) ‘লাঙ্গল’ পত্রিকার সম্পাদক কে?
ক. মোজাম্মেল হক
খ. মোহাম্মদ নাসির উদ্দিন
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. মোহাম্মদ আকরাম খাঁ
উত্তরঃ গ

৭৫) ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়-
ক. ১৮৪১ সালে
খ. ১৮৪২ সালে
গ. ১৮৫০ সালে
ঘ. ১৮৪৩ সালে
উত্তরঃ ঘ

৭৬) মুসলমান সম্পাদিত প্রথম সাময়িক পত্র কোনটি?
ক. সমাচার সভারাজেন্দ্র
খ. জগদদ্দীপক ভাঙ্কর
গ. আজীজুন নেহার
ঘ. সুধাকর
উত্তরঃ ক

৭৭) রবীন্দ্রনাথের প্রথম কাব্য ‘বনফুল’ প্রকাশিত হয় কোন পত্রিকায়?
ক. ভারতী
খ. সাময়িক পত্র
গ. জ্ঞানাঙ্কুর
ঘ. সংবাদ প্রভাকর
উত্তরঃ গ

৭৮) ‘সম্বাদ কৌমুদী’ পত্রিকাটি ছিল-
ক. দৈনিক
খ. সাপ্তাহিক
গ. পাক্ষিক
ঘ. মাসিক
উত্তরঃ খ

৭৯) কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা-
ক. মাহেনও
খ. সওগাত
গ. ধূমকেতু
ঘ. কালিকলম
উত্তরঃ গ

৮০) শের-এ বাংলা এ. কে. ফজলুল হকের পরিচালনায় দৈনিক ‘নবযুগ’ পত্রিকা ১৯৪১ সালে নবপর্যায়ে প্রকাশিত হয়। পত্রিকাটির প্রধান সম্পাদক কে ছিলেন?
ক. মুজাফফর আহমেদ
খ. মোহাম্মদ ওয়াজেদ আলী
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. আবুল কালাম শামসুদ্দিন
উত্তরঃ গ

৮১) শিখা পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে?
ক. ১৮২৭
খ. ১৮৭২
গ. ১৯৩২
ঘ. ১৯২৭
উত্তরঃ ঘ

৮২) কবি জসীমউদদীনের জন্ম সালে কোন পত্রিকাটি প্রকাশিত হয়?
ক. লহরী
খ. বাসনা
গ. প্রচারক
ঘ. নবনূর
উত্তরঃ ঘ(১৯০৩)

৮৩) কোন সাময়িক পত্রটি বেশী প্রভাবশালী হয়েছিল?
ক. দিলরুবা
খ. উত্তরণ
গ. পরিক্রম
ঘ. সমকাল
উত্তরঃ ঘ

৮৪) বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে বর্তমানে কোন প্রতিষ্ঠানের সমধিক খ্যাতি বিদ্যমান?
ক. শিল্পকলা একাডেমী
খ. শিশু একাডেমী
গ. এশিয়াটিক সোসাইটি
ঘ. বাংলা একাডেমী
উত্তরঃ ঘ

৮৫) ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম অথবা, ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদনায় শিশু পত্রিকার নাম কি?
ক. সংবাদ রত্নাবলী
খ. সংবাদ পূর্ণ চন্দ্রোদয়
গ. সাহিত্য
ঘ. আঙুর
উত্তরঃ ঘ

৮৬) সুকান্ত ভট্টাচার্য ‘দৈনিক স্বাধীনতা’ পত্রিকার কোন বিভাগের আজীবন সম্পাদক ছিলেন?
ক. সাহিত্য বিভাগ
খ. কিশোর সভা বিভাগ
গ. ফিচার বিভাগ
ঘ. চিঠিপত্র বিভাগ
উত্তরঃ খ

৮৭) শওকত ওসমান ফিলিপস পুরস্কার লাভ করেন কি রচনার জন্য?
ক. বনি আদম
খ. জননী
গ. ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী
ঘ. ক্রীতদাসের হাসি
উত্তরঃ ঘ

৮৮) “সংস্কৃতির চড়াই উতরাই” কার লেখা?
ক. আখতারুজ্জামান ইলিয়াস
খ. মোতাহের হোসেন চৌধুরী
গ. শওকত ওসমান
ঘ. আহসান হাবীব
উত্তরঃ ক

৮৯) “মুহূর্তের কবিতা” কি?
ক. সনেট সংকলন
খ. কাব্যগ্রন্থ
গ. শিশুতোষ গ্রন্থ
ঘ. প্রবন্ধ
উত্তরঃ ক

৯০। বাংলা সাহিত্যের সায়েন্স ফিকশনের জনক কে?
a. জগদীশ চন্দ্র বসু
b. হুমায়ূন আহমেদ
→ উত্তরঃ জগদীশ চন্দ্র বসু।
→ ব্যাখ্যাঃ হুমায়ূন আহমেদ এটি সম্পুর্ণ ভুল তথ্য। সঠিক উত্তর হবে জগদীশ চন্দ্র বসু। বাংলা সাহিত্যের প্রথম সায়েন্স ফিকশন পলাতক তুফান (নিরুদ্দেশের কাহিনী)। যা অব্যক্ত (প্রবন্ধ সংকলন) এ প্রকাশিত হয়। অব্যক্ত একটি পুস্তক যা আচার্য জগদীশ চন্দ্র বসু রচিত বিভিন্ন প্রবন্ধের সংকলন। কিছু প্রবন্ধ ইতঃপূর্বে মুকুল, দাসী, প্রবাসী, সাহিত্য এবং ভারতবর্ষে প্রকাশিত হয়েছিল। বইটি বঙ্গীয় বিজ্ঞান পরিষদ থেকে ১৩২৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রথম প্রকাশ পায়।

৯২। ‘বড় কে’ কবিতাটির লেখক?
a. ঈশ্বরচন্দ্র গুপ্ত
b. হরিশচন্দ্র মিত্র
→ উত্তরঃ হরিশচন্দ্র মিত্র।
→ ব্যাখ্যাঃ ৩য় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে এ কবিতার কবি হিসেবে লেখা ছিল ঈশ্বরচন্দ্র গুপ্তের নাম। এখন
কবির নামের জায়গায় লেখা হয়েছে হরিশচন্দ্র মিত্রের নাম। এখন প্রশ্ন উঠেছে- কবিতাটির আসল কবি কে?
‘বড় কে?’ কবিতাটি দীর্ঘদিন ধরে পড়ানো হচ্ছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের। এত দিন তৃতীয় শ্রেণির বাংলা পাঠ্য বইয়ের ৯৬ নম্বর পৃষ্ঠায় ছিল কবিতাটি। এবার ছাপা হয়েছে ৯০ নম্বর পৃষ্ঠায়। আর এবার শুধু কবির নামই বদলায়নি, কবিতার চারটি লাইনও বাদ দেওয়া দেওয়া হয়েছে। আগে ছিল ১৬ লাইন, এখন রাখা হয়েছে ১২ লাইন। কয়েকটি শব্দের বানানও বদলে দেওয়া হয়েছে। আবার ‘হরিশচন্দ্র মিত্রের’ নামের বানান লেখা হয়েছে ‘হরিশ্চন্দ্র মিত্র’।

৯৩। চীনের প্রথম প্রেসিডেন্ট কে?
a. সান ইয়াত সেন
b. নাকি মাও সেতুং
→ উত্তরঃ সান ইয়াত সেন।
→ ব্যাখ্যাঃ যদি বলা হয় গনচীনের প্রথম প্রেসিডেন্ট কে? তখন হবে মাও সেতুং।

৯৪। পানামা খাল খননের প্রথম উদ্যোগ নিয়েছিল কোন দেশ?
a. আমেরিকা
b. ফ্রান্স
→ উত্তরঃ ফ্রান্স।
→ ব্যাখ্যাঃ যদি বলা হয় পানামা খাল খনন সমাপ্তকারী দেশ কোনটি? তখন উত্তর হবে আমেরিকা।

৯৫। ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা ঊর্দুর প্রস্তাব করলে কে তার প্রথম বিরোধীতা করে?
a. ধীরেন্দ্রনাথ দত্ত
b. এ.কে ফজলুল হক
c. অধ্যাপক আবুক কাশেম
→ উত্তরঃ এ. কে ফজলুল হক।
→ ব্যাখ্যাঃ ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের দাপ্তরিক ভাষা ঊর্দুর পাশাপাশি বাংলাকে করার দাবি জানিয়েছেন। কিন্তু বলা হয়েছে, মুসলিম লীগের দাপ্তরিক ভাষা ঊর্দুর বিরোধীতা কে করেন এবং সেটা ১৯৩৭ সালে।।এর উত্তর হবে এ কে ফজলুল হক। আর পাকিস্তানের গণপরিষদের দাপ্তরিক ভাষা কেবল ঊর্দু হবে – এটার বিরোধীতাকারী ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত এবং সেটা ১৯৪৮ সালে।

৯৬। শাসন বিভাগকে বিচার বিভাগ হতে পৃথক করার কথা প্রথম কোথায় বলা হয়?
a. যুক্তফ্রন্ট এর ২১ দফায়
b. বাংলাদেশের সংবিধানের ২২ নং অনুচ্ছেদে
c. ৬ দফায়
→ উত্তরঃ যুক্তফ্রন্ট এর ২১ দফায়।
→ ব্যাখ্যাঃ সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ।থেকে বিচার বিভাগ পৃথক করার কথা বলা আছে। এখানে মুল সমস্যাটা “প্রথম ” শব্দটা নিয়ে। সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার কথা বলা আছ, কিন্তু কথাটা প্রথম উল্লেখ
আছে যুক্তফ্রন্টের ২১ দফার ১৫ নং দফায়।

৯৭। ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?
a. ৪টি
b. ১১টি
→ উত্তরঃ ৪টি।
→ ব্যাখ্যাঃ ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে ৪টি সেক্টরে বিভক্ত করা হয়। পরেরদিন অর্থাৎ ১১ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে আবার ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
কিন্তু প্রশ্নতো বলা আছে ১০ এপ্রিলের কথা।

৯৮। OPEC ভূক্ত দক্ষিণ এশিয়ার ও অনারব মুসলিম দেশ কোনটি??
a. Iran
b. None
→ উত্তরঃ Iran
→ ব্যাখ্যাঃ ইরান দক্ষিন এশিয়ার একমাত্র অনারব মুসলিম দেশ যা
কিনা OPEC এর সদস্য।

৯৯। Who is the present President of the National Assembly of Bangladesh??
a. Abdul Hamid
b. Shirin Sharmin Chowdhury
→ উত্তরঃ শিরীন শারমিন চৌধুরী।
→ ব্যাখ্যাঃ National Assembly of Bangladesh এর present President কে? যিনি স্পীকার থাকবেন তিনিই present President of the National Assembly
of Bangladesh। অর্থাৎ উত্তর শিরীন শারমিন চৌধুরী।

১০০। “চতুর্দশপদী” নামের কবিতা কে লিখেছেন??
a. মাইকেল মুধুসুদন দত্ত
b. বলাইচাঁদ মুখোপাধ্যায়
c. রবীন্দ্রনাথ ঠাকুর
→ উত্তরঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়।
→ ব্যাখ্যাঃ “চতুর্দশপদী কবিতা ” বললে হবে মাইকেল মধুসুদন দত্ত, কিন্তু এখানে প্রশ্নে আছে “চতুর্দশপদী ” নামের কবিতা। অর্থাৎ কবিতাটির নাম “চতুর্দশপদী কবিতা ” নয়, শুধু “চতুর্দশপদী “, এর লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়।

১০১। ‘চতুরঙ্গ’ কী??
a. রবীন্দ্রনাথের নাটক
b. দাবা খেলার আদি নাম
c. একটা যাত্রাদলের নাম
→ উত্তরঃ দাবা খেলার আদি নাম।
→ ব্যাখ্যঃ “চতুরঙ্গ” হল রবীন্দ্রনাথের উপন্যাস কিন্তু অপশনে দেয়া আছে নাটক, তাই এটি হবে না। অপরদিকে দাবা খেলার আদি নাম চতুরঙ্গ।

১০২। একক রচনা হিসেবে বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ কোনটি??
a. চর্যাপদ
b. শ্রীকৃষ্ণককীর্তন কাব্য
c. লাইলি মজনু
→ উত্তরঃ শ্রীকৃষ্ণককীর্তন কাব্য।
→ ব্যাখ্যাঃ চর্যাপদ তো কেউ একা রচনা করেনি। আবার যারা প্রশ্নটি ভালোভাবে দেখেছেন তাদের কেউ কেউ অতি চালাকি করে ভেবে নিবেন “একক রচনা হিসেবে প্রথম ” কথাটি শুধু নার্ভাস করার জন্যই বোধহয় দিল। কিন্তু না, প্রশ্নে যথেষ্ট কারণ আছে। সঠিক উত্তর হবে শ্রীকৃষ্ণককীর্তন কাব্য।

১০৩। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন নিউইয়র্কে “কনসার্ট ফর বাংলাদেশ” এর প্রযোজনা করেন কারা??
a. জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন
b. জর্জ হ্যারিসন ও পন্ডিত রবি শংকর
c. জর্জ হ্যারিসন ও ইয়ভগেনি ইয়েভ।
→ উত্তরঃ জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন।
→ ব্যাখ্যাঃ সঠিক উত্তর হল ক) জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন। কারণ প্রশ্নে বলা হয়েছে কারা প্রযোজনা করেন? কিন্তু আপনি
এতদিন শিখে এসেছেন কারা আয়োজন করে? কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করে জর্জ
হ্যারিসন ও পন্ডিত রবি শংকর। কিন্তু প্রযোজনা করেন জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন।

১০৪। ‘Preface to Lyrical Ballads’ কবে প্রকাশিত হয়??
a. 1802
b. 1798
→ উত্তরঃ 1802.
→ ব্যাখ্যাঃ Lyrical Ballads প্রকাশিত হয় 1798 সালে। আর
Preface to Lyrical Ballads প্রকাশিত হয় 1802 সালে।

১০৫। ইসরাইল কে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ??
a. মিসর
b. তুরস্ক
→ উত্তরঃ তুরস্ক, ১৯৪৯ (তুরস্ক মধ্যপ্রাচ্য এর অনারব মুসলিম দেশ)
→ ব্যাখ্যাঃ মিসর প্রথম আরব ও মুসলিম দেশ হিসেবে ইসরাইল স্বীকৃতি কে দেয়, ১৯৭৮ সালে। USA প্রথম দেশ হিসেবে ইসরাইল স্বীকৃতি কে দেয় ১৯৪৯ সালে।

১০৬। জাতিসংঘের মহাসচিব হিসেবে সর্বপ্রথম দায়িত্ব পালন করেন কে??
a. ডগ হামারশোল্ড
b. ট্রাইগভে লাই
c. স্যার গ্লাডউইন জেব
→ উত্তরঃ স্যার গ্লাডউইন জেব।
→ ব্যাখ্যাঃ অপশানে ট্রাইগভে নাই। জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব = ট্রাইগভে লাই। জাতিসংঘের মহাসচিব হিসেবে সর্ব প্রথম দায়িত্ব পালন করেন = স্যার গ্লাডউইন জেব। জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর ট্রাইগভে লাই প্রথম
মহাসচিব পদে নির্বাচিত হন। কিন্তু তাঁর পূর্বে যুক্তরাষ্ট্রের অধিবাসী গ্লাডউইন জেব ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন৷ তাঁর মেয়াদকাল ছিল – ২৪ অক্টোবর, ১৯৪৫ থেকে ২ ফেব্রুয়ারি, ১৯৪৬ পর্যন্ত।
→ More Things:
• ১ম মহাসচিবঃ

এশিয়া থেকে নির্বাচিত = উ থান্ট (মায়ানমার)
আমেরিকা থেকে নির্বাচিত = জ্যাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু)
আফ্রিকা থেকে নির্বাচিত = বুট্রোস বুট্রোস-ঘালি (মিশর)
.
জাতিসঙ্ঘ সনদের ৯৭ অনুচ্ছেদ মোতাবেক মহাসচিবকে “প্রধান প্রশাসনিক কর্মকর্তা” হিসেবে উল্লেখ করা হয়েছে। মহাসচিব পদটি দ্বৈত ভূমিকার অধিকারী – জাতিসঙ্ঘ বা রাষ্ট্রসঙ্ঘের প্রশাসক এবং কুটনৈতিক ও মধ্যস্থতাকারী হিসেবে।

১০৭। বিশ্বের ১ম যুদ্বপরাধ আদালত কোনটি??গণহত্যা, মানবতা বিরোধী যুদ্বপরাধের বিচার করে কোনটি??
a. আন্তর্জাতিক আদালত
b. আন্তর্জাতিক অপরাধ আদালত
c. নুরেমবার্গ ট্রায়াল
→ উত্তরঃ আন্তর্জাতিক অপরাধ আদালত।
→ ব্যাখ্যাঃ আন্তর্জাতিক আদালত, নুরেমবার্গ ট্রায়াল হবে না।

১০৮। NATO ভুক্ত মুসলিম দেশ কতটি??
a. 2
b. 1
→ উত্তরঃ ২ টি
→ ব্যাখ্যাঃ NATO ভুক্ত মুসলিম দেশ গুলি হলো Turkey & Albania.

১০৯। ‘স্ট্যাটিউট অফ দ্যা কোর্ট’ চুক্তির মাধ্যমে গঠিত হয় কি??
ক। আন্তর্জাতিক আদালত
খ। আন্তর্জাতিক অপরাধ আদালত
→ উত্তরঃ আন্তর্জাতিক আদালত।
→ ব্যাখ্যাঃ আন্তর্জাতিক আদালত = ‘স্ট্যাটিউট অফ দ্যা কোর্ট’ চুক্তির মাধ্যমে গঠিত হয়। আন্তর্জাতিক অপরাধ আদালত = রোম চুক্তি’ (Rome Statue ১৯৯৮) এর মাধ্যমে গঠিত হয়।
→ More Things:

EU = ম্যাসটিচট চুক্তির ফলে গঠিত হয়।
কমনওয়েলথ = লন্ডন ঘোষণা অনুযায়ী গঠিত হয়।
ন্যাটো = উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে গঠিত হয়।

১১০। প্রথম জিএসপি (GSP) দেয়া শুরু করে??
a. যুক্তরাষ্ট্র
b. ইউরোপীয় ইউনিয়ন
→ উত্তরঃ ইউরোপীয় ইউনিয়ন।
→ ব্যাখ্যাঃ GSP এর পূর্ণরূপ হল Generalised system of preference অর্থাৎ অগ্রাধিকারমূলক বাজার সুবিধা । এক কথায় উন্নত বিশ্ব কর্তৃক উন্নয়নশীল দেশসমূহকে রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত অগ্রাধিকারমূলক সুবিধা দেওয়াকে জিএসপি বলে ।
→ GSP সুবিধা দেয়ার লক্ষ্য হচ্ছেঃ (ক)রপ্তানি আয় বাড়ানো,
(খ) শিল্পায়নের প্রসার ঘটানো এবং (গ) প্রবৃদ্ধি বাড়ানো ।
.
১৯৬৪ সালের UNCTAD এর প্রথম সম্মেলনে GSP সুবিধার বিষয়টি প্রথম আলোচনায় আসে। ১৯৭১ সালে ইউরোপীয় ইউনিয়ন প্রথম অনুন্নত দেশসমূহকে জিএসপি’র সুবিধা দেয়া শুরু করে। ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্র এ সংক্রান্ত আইন করে এবং
১৯৭৬সাল থেকে বাস্তবায়ন শুরু করে।

About the author

shohal

Leave a Comment